দেশীয় ক্রিকেটে ৫০ চার ও ২২ ছক্কায় ৪০০ রানের বিরল রেকর্ড মুস্তাকিমের

1

স্পোর্টস ডেস্ক

দশম বারের মতো দেশে চলছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আর সেখানে বিধ্বংসী এক ইনিংস খেললেন মুস্তাকিম হাওলাদার- একাই হাঁকালেন ২২টি ছক্কা, সঙ্গে বাউন্ডারির মেরেছেন ৫০টি! ৪০৪ রান করে ইতিহাস গড়লেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনও ব্যাটসম্যানের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম।
১০ম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মঙ্গলবার (১৮ মার্চ) সেন্ট গ্রেগরি হাই স্কুলের বিপক্ষে আগে ব্যাট করে ৪০৪ রানে অপরাজিত থাকেন মুস্তাকিম। মুস্তাকিমের রেকর্ড গড়ার দিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তার দলের অধিনায়ক সোয়াদ পারভেজ। ৩২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত ৬৯৯ রানে অবিচ্ছিন্ন ছিলো তাদের জুটি।
নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭০ রান করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১.৪ ওভারেই ৩২ রানে অলআউট হয়ে যায় সেন্ট গ্রেগরি। ফলে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ক্যামব্রিয়ান।
সেন্ট গ্রেগরির হয়ে সর্বোচ্চ ১০ রানে অপরাজিত থাকেন ১১ নম্বরে ব্যাট করতে নামা অপূর্ব বারৈ। অন্যদিকে ক্যামব্রিয়ানের দুই বোলার মিলেই নিয়েছেন ১০ উইকেট। হাসান হৃদয় ১১ রান খরচায় নেন ৬ উইকেট। আর সাদ পারভেজ ১৬ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। বিরল এক রেকর্ড গড়েছেন মুস্তাকিম হাওলাদার। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৪০০ রানের ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে কোনো পর্যায়েই কোয়াড্রপল হাঁকানোর রেকর্ড ছিল না কোনো ব্যাটারের। সেই আক্ষেপ ঘুচিয়েছেন মুস্তাকিম। বাংলাদেশের ক্রিকেটে এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড রানের রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে।