পূর্বদেশ ডেস্ক
বসন্তের শুরু হলেও রয়ে গেছে শীতের আমেজ। এরই মধ্যে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানালেন দেশজুড়ে টানা কয়েকদিন বৃষ্টির সম্ভাবনার কথা। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষণারত এই আবহাওয়াবিদ গতকাল শনিবার সকাল ১০টায় এক ফেসবুক পোস্টে জানান, আগামী বৃহস্পতিবার থেকে সোমবার (২০-২৪ ফেব্রæয়ারি) দেশের ৬৪টি জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে। তবে ২০-২৪ ফেব্রæয়ারি বৃষ্টি বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।