নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংগঠনিক গতিশীলতা বাড়াতে জরুরি সভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় থানা পর্যায়ের আহব্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহব্বায়করা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের আহব্বায়ক সাইফুল আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
সভায় সাইফুল আলম বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলকে ঐতিহাসিক ভ‚মিকা পালন করতে হবে। তিনি বলেন, অতীতে জাতির সংকটকালে ছাত্রদল যে ভ্যানগার্ডের ভ‚মিকা পালন করেছে বর্তমানেও একইভাবে সংগঠিত থেকে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে প্রস্তুত থাকতে হবে।
শরিফুল ইসলাম তুহিন বলেন, দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচিকে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে প্রচারের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। তিনি বলেন, দল ও দেশের স্বার্থে ছাত্রদল নেতৃবৃন্দকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে জনগণের মাঝে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহব্বায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহব্বায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), আরিফুর রহমান মিঠু, মোহাম্মদ আনাস, নুর জাফর নাইম রাহুল এবং সদস্য শামসুদ্দীন শামসু, আল মামুন সাদ্দামসহ থানা নেতৃবৃন্দ।











