পূর্বদেশ ডেস্ক
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’। স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় গঠিত এ সেলে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে যে কেউ এসব তথ্য ও প্রমাণ জমা দিতে পারবেন।
গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা ও অতিরক্তি সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে গণঅভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহবান করা হয়।
মানুষের কাছে সংগৃহীত বা সংরক্ষিত থাকা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার অনুরোধ জানানো হয় গণবিজ্ঞপ্তিতে। খবর বাংলানিউজের।
এছাড়াও এসব তথ্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে পেনড্রাইভে করে পাঠানো যাবে, অথবা সরাসরিও হস্তান্তর করা যাবে।
গত ২৭ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়।