জামায়াতে ইসলামী কোনো দুনিয়াবী আন্দোলন নয়। এই আন্দোলন আমরা দুনিয়াবী উদ্দেশ্যে করি না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি। জামায়াতে ইসলামী অতীতেও ত্যাগ স্বীকার করেছে এবং আগামীতেও আল্লাহর দ্বীন এই জামিনে কায়েম করতে দেশ ও দেশের মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। গত শুক্রবার বন্দর থানা জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ¦ শাহজাহান চৌধুরী এসব কথা বলেন। বন্দর থানা জামায়াতের আমীর মাহমুদুল আলমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আহমদ ইকবাল শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মোহাম্মদ ইউনুস। কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি শহিদুল ইসলাম, ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বন্দর থানা কর্মপরিষদ সদস্য শফিউল আলম, ইসলামী শ্রমিক সংঘ সভাপতি হেলাল উদ্দিন, ছাত্রশিবির বন্দর থানা সভাপতি ইমাম উদ্দিন, বন্দর থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আহমদ ফিরোজ, থানা কর্মপরিষদ সদস্য ও ৩৬ নম্বর ওয়ার্ড আমীর জাকের হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আহমেদ উল্লাহ, আনোয়ার হোসেন, জাহেদ হোসেন, কামরুল হাছান প্রমুখ। নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেন, যোগ্যতা যাদের আছে, আল্লাহ তায়ালা নেতৃত্ব তাদের হাতেই দেন। এটাই আল্লাহর বিধান। নিজেদের জনগণের খেদমতের জন্য তৈরি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার লক্ষ্য নির্ধারণ করেছে। নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সর্বস্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের সেবায় জনগণের দোরগোড়ায় পৌঁছে যেতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের যুগান্তকারী ভ‚মিকা রাখতে হবে। বিজ্ঞপ্তি