সাদার্ন ইউনিভার্সিটি :
নানা আয়োজনে ৪৮তম বিজয় দিবস উদযাপন করলো সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। ১৬ ডিসেম্বর সকালে জাতীয় পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বিজয়ের আলোকে স্বাধীনতার মূল্যায়ন শীর্ষক রচনা প্রতিযোগিতা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
ইউনিভার্সিটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, আইকিউএসি’র পরিচালক ও সাবেক উপাচার্য প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, রেজিস্ট্রার ড.মোজাম্মেল হক, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দসহ কর্মকর্তাগণ।আলোচনা সভায় বক্তারা বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তবে খুব দুঃখের বিষয় স্বাধীনতা অর্জনের দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও দেশের রাজনৈতিক ও আর্থ সামাজিক উন্নয়ন সেভাবে হয়নি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারি রেজিস্টার ড. মোহাম্মদ সফিউল্লাহ মীর।
মৈত্রী খেলাঘর আসর :
পাহাড়তলীস্থ মৈত্রী খেলাঘর আসরের আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আসরের সহ সভাপতি মোক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক দেবদুলাল ভৌমিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কমিটির সহ-সভাপতি কবি আশীষ সেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর কমিটির সম্পাদক মিজানুর রহমান ইউনুস, সদস্য বনবিহারী চক্রবর্তী, আসরের সাধারণ সম্পাদক আয়শা আক্তার নাজু, সহ সাধারণ সম্পাদক শাহেদউল্লাহ চৌধুরী, সম্পাদক মরিয়ম নেছা, ফারিয়া ফেরদৌস, সদস্য পরেশ, জুলি বেগম, তনু, জোবায়ের হোসেন জয়, মিশু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে দেবদুলাল ভৌমিক বলেন, বাঙালি জাতির বড় অর্জন মুক্তিযুদ্ধের বিজয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে বেড়ে উঠলে নতুন প্রজন্ম দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠবে। খেলাঘর সুদীর্ঘ ৬৬ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এ মহৎ কাজটি করে যাচ্ছে। আগামীতেও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে হবে।
আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।
জলছবি খেলাঘর আসর :
এনায়েতবাজারস্থ জলছবি খেলাঘর আসর এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আসরের সভাপতি এডভোকেট শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি ড. বেনু কুমার দে। অন্যদের মধ্যে আলোচনা করেন মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সম্পাদক এসকান্দর আলী, আসরের সাধারণ সম্পাদক মনোয়ার জাহান মনি, সম্পাদক আসিফ ফরহাদ, আসরের শুভানুধ্যায়ী সাইফুদ্দিন আহমেদ চৌধুরী, প্রকৌশলী ঋষিকেশ দাশ, আসরের সদস্য এ এস এম ফয়সাল রাহাত, জলিল উল্লাহ ও মনির প্রমুখ।
আলোচনা সভা শেষে আসরের ভাইবোনের সঙ্গীত পরিবেশন করে।
কপোত খেলাঘর আসর :
আগ্রাবাদস্থ কপোত খেলাঘর আসরের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আসরের সভাপতি ফরিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, সম্পাদক মো: নাসির উদ্দিন, আসরের সাধারণ সম্পাদক শেখ ফয়জুর রব মুন্না, সহ সাধারণ সম্পাদক নুর নবী স্বপন, মো: সামশুল আরেফিন, শাহাদাত আলম ডালিম, লিপি ঘোষ, ফয়জুর রব মাহমুদ, শাহাপরান, তিথি দাশ, তমা দাশ, নাসরিন নাহার সেতু, সাজু, ইফতু, মামুন ও সুইটি। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
সবশেষে আসরের ভাইবোনদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নগর বঙ্গবন্ধু সৈনিক লীগ
নগর বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় কে সি দে রোড সিনেমা প্লেস চত্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা মহানগর আ’লীগ নেতা ও বঙ্গবন্ধ সৈনিক লীগ আহব্বায়ক রূপক ঘোষ অপুর সভাপতিত্বে হয়। সভাপতির বক্তব্যে রূপক ঘোষ অপু বলেন, স্বাধীনতাকে সমুন্নত রাখতে হলে আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের জোরালো ভূমিকা রাখতে হবে। নৌকা হলো গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের প্রতীক। শেখ হাসিনা সরকার যত বেশী ক্ষমতায় থাকবে দেশ তত বেশী সামনের দিকে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বে বাঙালী জাতি স্বাধীনতা অর্জন করে। তাই বঙ্গবন্ধুই স্বাধীনতার মহানায়ক। রূপক ঘোষ অপু স্বাধীনতা সংগ্রামে লাখো জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আহব্বায়ক কমিটির নির্বাহী সদস্য মোঃ বেলালের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও ঢাকা সোনালী ব্যাংক কর্পোরেট শাখার জি এম. এস এম আবুল কালাম আজাদ, যুগ্ম আহব্বায়ক ও আওয়ামী লীগের নেতা সিরাজুল হক, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ এর যুগ্ম আহব্বায়ক ছবির আহমেদ, সদস্য সচিব আবু বকর বক্কু, যুগ্ম সদস্য সচিব এম নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও নগর সৈনিক লীগ নেতা মোহাম্মদ আবদুল হান্নান চৌধুরী বাবু, ত্রাণ ও সমাজকল্যান সচিব ডা. চন্দন দত্ত, প্রশাসনিক সচিব এডভোকেট সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সচিব নুরুল আনোয়ার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ জামাল উদ্দিন, ডা. রতন চক্রবর্তী, দপ্তর সচিব মোঃ মোজাফ্ফর, ছাত্রলীগ নেতা মো. আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ জসিম, যুবলীগ নেতা মো. কাজল, ডা. রতন চক্রবর্তী নগর বঙ্গবন্ধু সৈনিকলীগ সদস্য সুলতান মিয়া, কনকন দাশ, মোঃ রাসেদ, মো. বেলাল, মো. সাব্বির, রোকন উদ্দিন চৌধুরী, মো. আকবর, মো. জুয়েল, দিল মোহাম্মদ, মো. হক চৌধুরী, নগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আওতাধীন ৭টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও ৩টি থানার সভাপতি সাধারণ সম্পাদক।
বিএনসি চট্টগ্রাম মহানগর :
বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস (বিএনসি) চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর বহদ্দারহাটস্থ সংগঠনের কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা গত ১৭ ডিসেম্বর (সোমবার) বিকালে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ডা. এম.জি. ভুঁঞা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী সৌমেন বড়–য়া। বিএনসি চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. সিরাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিষ বড়–য়া জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন ভুঁঞা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. শহিদুল ইসলাম, বিএনসি মহানগরীর সহ-সভাপতি ডা. আশিষ মজুমদার, ডা. সরোয়ার হোসেন, লায়ন ডা. আর.কে রবেল, রাজীব চক্রবর্তী, ডা. অরুন কুমার রায় ও এয়ার মো. খোকন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. এম.জি ভুঁঞা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চেতনা তথা অসাপ্রদায়িকতার ভিত্তিতে বাংলাদেশ বিজয় লাভ করে। আমাদেরকে এই চেতনা লালন করতে হবে। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনেও মুক্তিযুদ্ধের চেতনা তথা বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে লৌহকঠিন জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তিনি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের পক্ষে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান।
গীতিকবি সংসদ :
বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলরুমে সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার নুরুল আজম পবন। গীতিকার আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক এস.আনিস আহমেদ বাচ্চু, সহ-সভাপতি ফারুক হাসান, গীতিকার দীপক আচার্য্য।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক দিলীপ ভারতী, গীতিকার ফরিদ বঙ্গবাসী, শেখ নজরুল ইসলাম মাহমুদ ও শীলা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গীতিকার হুমায়ুন চৌধুরী, মোঃ ওবায়দুলাহ, মো. সাহাবুদ্দিন, উত্তম কুমার আচার্য্য, সুরকার প্রকাশ চন্দ্র শীল, সংস্কৃতি অনুরাগী সালাউদ্দিন আহমেদ, ব্যান্ড শিল্পী ইকবাল হোসেন, রোজি চৌধুরী, মো. আইয়ুব, রেহানা চৌধুরী, এহসানুল করিম, আবদুর রহিম ফারুক, সংগীত শিল্পী শিরিন আকতার, নাসির হোসেন জীবন, ফরিদা ইয়াছমিন, মঞ্জুরুল আলম, নুরনবী জনি, এস.এম সরওয়ার, তারেক খান। বিজ্ঞপ্তি