দেশকে এগিয়ে নিতে নৌকায় ভোট দিন

59

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করতে না পারলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হবে। জনগণ নৌকায় ভোট দেবেন এ আস্থা ও বিশ্বাস আমাদের রয়েছে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর সমর্থনে নৌকার প্রচারণায় লোহাগাড়া ও সাতকানিয়ায় আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের এমন কোন অর্জন নেই, যার জন্য ধানের শীষে ভোট দিতে হবে।
গতকাল সকাল ১০ টায় লোহাগাড়া বটতলীস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরু, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ চন্দ্র নাথ, কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল হক হোসাইনী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফরিদ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিল, যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী ও যুবলীগ নেতা আবদুল্লাহ আল সায়েম প্রমুখ।
দুপুর ১২টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে সাথে নিয়ে আমিরাবাদ ও পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিছ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির রাসেল, জান মোহাম্মদ সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকতার আহমদ সিকদার, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, আমিরাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুছ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, মুজিবুল হক টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, একেএম পারভেজ ও মোরশেদুল আলম নিবিল প্রমুখ।