‘দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি পুনরুজ্জীবিত’

1

চট্টলগৌরব মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইতিহাসের পাঠশালার উদ্যোগে ২৪ অক্টোবর সকালে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামাবাদী অনুরাগী সম্মেলনে বক্তারা বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর স্বপ্ন বাস্তবায়নের ঐতিহাসিক উদ্যোগ ‘দেয়াং পাহাড়ে জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা’ আজও সময়ের দাবি। তাঁরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এই মহান স্বাধীনতাকামী আলেম, শিক্ষাবিদ ও চিন্তকের আদর্শিক উত্তরাধিকারকে।
বক্তারা জানান, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ইন্তেকালের পর তাঁর অনুরাগীরা দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদীর প্রায় পাঁচশ একর পাহাড়ি ও নাল ভূমি বঙ্গ সরকারের কাছ থেকে লিজ নেন এবং জমিদার আনোয়ার আলী খান (আন্নার খান) এর কাছ থেকে আরও পাঁচশ কানি জমি দানমূল্যে রেজিস্ট্রি করা হয়। অথচ ব্যবহারের অভাবে সেই জমি বেহাত হতে চলছে।
এই মহৎ উদ্যোগের পেছনে ছিলেন তিনজন স্বপ্নদ্রষ্টা-আনোয়ারার মরহুম হেকিম আলতাফুর রহমান গান্ধী, পাঠানটুলির মরহুম লোকমান খান শেরওয়ানি এবং সাতকানিয়ার সোনাকানিয়া নিবাসী সাংবাদিক মরহুম সৈয়দ মোস্তফা জামাল। তাঁরা বিশ্বাস করতেন মাওলানা ইসলামাবাদীর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার সংরক্ষণ ও ইসলামী আরবি উচ্চশিক্ষার বিকাশের জন্য একটি জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অপরিহার্য। এই প্রয়াসে কদম মোবারক মুসলিম এতিমখানার প্রাক্তন ছাত্রবৃন্দ, স্থানীয় মাদ্রাসা পরিচালনা কমিটি, ইসলামী চিন্তাবিদ, গবেষক, ইতিহাসবিদ ও সাংবাদিকবৃন্দ সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকার লায়ন সিএসকে সিদ্দিকী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইতিহাসের পাঠশালার পরিচালক ও সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অতিরিক্ত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। মুখ্য আলোচক ছিলেন অর্পনাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল এবং দৈনিক পূর্বদেশ’র সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল।
অতিথি ছিলেন রাজনীতিবিদ এম এ হাশেম রাজু, শাহাবুদ্দিন হাসান বাবু, লেখক মোহাম্মদ কামাল উদ্দিন, মৌলানা জহুরুল আনোয়ার, আব্দুল্লাহ আল নোমান বেগ, কবি জয়নুল আলম, ভাস্কর ডি. কে দাশ মামুন, কবি নুরুল হুদা চৌধুরী, সজল দাস, টিপু সুলতান, আব্দুল বাতেন, এস এইচ সোহেল, ইমরানুল ইসলাম, মীর বরকত হোসেন, হানিফ মান্নান, সোহেল তাজ, মোহাম্মদ শাহজাহান, দেলোয়ার হোসেন মানিক, গোলাম সারোয়ার খান, তারিফ হোসেন, মোহাম্মদ মুদ্দাসিসর হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি