দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী হাকিম চৈতী সর্ববিদ্যা এবং বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) ও ও নির্বাহী হাকিম এএফএম শামীমের যৌথ পরিচালনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। চসিকের এই উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপির পুলিশ সদস্যবৃন্দ।
গতকাল রবিবার নগরের কোতোয়ালী থানা এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মুখ সড়ক, এম এ আজিজ স্টেডিয়াম এলাকা ও নুর আহম্মদ সড়কের উভয় পাশের সড়ক ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে সড়ক এবং ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়। বিজ্ঞপ্তি