দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল অ্যান্ড কলেজ কমিটির অভিষেক ও সংবর্ধনা

1

রাউজান প্রতিনিধি

রাউজানের দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল অ্যান্ড কলেজের রুমে আয়োজিত অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও নব নির্বাচিত সভাপতি আইয়ুব খাঁন জনি। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আমিন। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবদুল গফুরের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন পাহাড়তলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দি। বিশেষ অতিথি ছিলেন ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল জব্বার চৌধুরী, বাগোয়ান ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মাওলানা আবুল বশর, আবুল কাসেম রানা, প্রকৌশলী মোস্তাক আহমদ, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আবু কাশেম রানা, আজাদ আকতার, আবদুর রহমান মুন্সি, মনসুর আলম, পাহাড়তলী ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো. এরশাদ, মো. মুছা আলম, মো. জুয়েল, আবদুল কাদের, মো. সোলেমান, মো.আজাদ, মো. ইলিয়াছ, শিক্ষক স্বদেশ চক্রবর্ত্তী, পরিতোষ বড়ুয়া, সুজান কান্তি দে, মো. সেলিম প্রমুখ।