দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশাসন সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ

5

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের প্রভাব কমিয়ে আনার জন্য গৃহীত পরিকল্পিত ব্যবস্থা। দুর্যোগ ব্যবস্থাপনার চারটি পর্যায় রয়েছে। সেগুলো হলো প্রস্তুতি, প্রশমন, সাড়া প্রদান এবং পুনর্বাসন। প্রতিটি পর্যায়ে প্রশাসনের কার্যকরী ভ‚মিকা অপরিহার্য। দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশাসন সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বা সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ।
গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে হাটহাজারীতে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ২৪টি পরিবারের মাঝে ৪৪ বান্ডিল ঢেউটিন ও নগদ গৃহ মঞ্জুরীর ১ লাখ ৩২ হাজার টাকার চেক প্রদানকালে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে এসব ঢেউটিন ও চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও হাটহাজারী পৌরসভার প্রশাসক মো. নোমান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এরপর উপজেলা পরিষদের অর্থায়নে সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা। যুব উন্নয়ন অধিদপ্তরের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন, বৃত্তিমূলক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। পরে উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ কার্যালয় ও চিকনদন্ডী ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
এর আগে বিভাগীয় কমিশনার হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের প্রধান ফটকে এসে পৌঁছালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন ও স্কাউট সদস্যবৃন্দ তাঁকে স্বাগত জানান। পরে তিনি বিদ্যালয়ের শ্রেণি কক্ষ পরিদর্শন করেন। বিদ্যালয়ের কারিগরি শিক্ষার শ্রেণি কক্ষও পরিদর্শন করেন। পরে তিনি বিদ্যালয় আঙ্গিনায় দুইটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।
এ সময় হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল, মো. আলাউদ্দিন, গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।