পূর্বদেশ ডেস্ক
গেল সাড়ে তিন বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের পেছনে ‘দুর্বল শাসনব্যবস্থা’ মূল কারণ ছিল বলে মনে করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শুক্রবার দেশটির জাতীয় সংহতি দিবসে ‘শাসনব্যবস্থা’ বিষয়ে সরদার প্যাটেল স্মারক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন বলে দ্য হিন্দুর খবরে বলা হয়েছে।
দোভাল বলেন, রাষ্ট্রগঠন প্রক্রিয়া এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সুশাসন ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা’ পালন করে। খবর বিডিনিউজের।
বড় বড় সাম্রাজ্য, রাজতন্ত্র, অভিজাতন্ত্র কিংবা গণতন্ত্র, এদের উত্থান-পতনের ইতিহাস মূলত তাদের শাসনব্যবস্থারই ইতিহাস। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালসহ সাম্প্রতিক সময়ে যেসব দেশে অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন ঘটেছে, সেগুলো আসলে দুর্বল শাসনব্যবস্থার ফল।
হিন্দুর খবরে বলা হয়, অজিত দোভাল এমন সময় এ ধরনের মন্তব্য করলেন, যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সমর্থকদের আগামী সংসদ নির্বাচন বর্জন করার আহবান জানিয়েছেন।
দোভাল বলেন, আমি বিশ্বাস করি, রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, সেই সঙ্গে জাতির নিরাপত্তা এবং তার লক্ষ্য ও আকাক্সক্ষা অর্জনে সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, ইতিহাসে অনেক সাম্রাজ্যের উত্থান-পতন ঘটেছে তাদের অভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ শাসনব্যবস্থার কারণে।










