দুর্নীতি-চাঁদাবাজমুক্ত দেশ গড়তে জামায়াতের ওপর আস্থা রাখুন

2

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখুন। জামায়াতে ইসলামী এ দেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে রূপ দিতে চায়। গত শুক্রবার চান্দগাঁও জামায়াতের মধ্যম সাংগঠনিক ওয়ার্ড জোন-১ এর উদ্যোগে চান্দগাঁও বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জাতির সামনে প্রমাণ দিয়েছে এ সংগঠনের নেতারা শুধু মসজিদে ইমামতি করার ক্ষমতা রাখে নাÑ তারা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ও যোগ্যতা রাখে। সংগঠনের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব দক্ষতা আর যোগ্যতার সাথে পালন করেছেন। একজন নেতা দুই টাকা দুর্নীতি করেছে কেউ কখনো বলতে পারেনি এবং পারবেও না। তাই আসুন আগামীতে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
চান্দগাঁও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুরের সঞ্চালনায় ওয়ার্ড জামায়াতের সভাপতি ওয়াহিদ মুরাদ চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড জামায়াত আমীর ওমর গনি, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজ শোয়াইব, মুসলেহ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি