কাপ্তাই প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করার ২০ বছর পর হুইল চেয়ার পেলেন চন্দ্রঘোনার কেপিএম এলাকায় বসবাসরত বদিউল আলম রতন (৫০)। ১৩ ফেব্রæয়ারি কেপিএম এলাকার মানবাধিকারকর্মী সম্পা আহমেদ তাকে ওই হুইল চেয়ার প্রদান করেন। প্রসঙ্গত প্রায় ২০ বছর আগে রাঙ্গুনিয়া উপজেলার হাইব্ব্যার গোট্যা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ কওে বদিউল আলম। সে তখন টু-স্ট্রোক বেবি টেক্সী চালিয়ে জীবিকা নির্বাহ করত। বদিউল আলম জানান, আমি দুর্ঘটনায় পঙ্গু হওয়ার পর কারো নিকট সাহায্যে সহযোগিতা পাইনি। আমি স্বাভাবিক চলাচল করতে পারিনা। আমাকে কেউ কোন সহযোগিতা করেনি। সম্পা আহমেদ আমাকে একটি হুইল চেয়ার দিয়েছে আমি আল্লাহর নিকট তার জন্য দোয়া করি।
মানবিক সম্পা আহমেদ জানান, নিজ সংসারের বাজার খরচ বাঁচিয়ে কিছু টাকা জমা করি। সেই জমা টাকায় সমাজের অসহায়, দুস্থ, অন্ধ ও গরীবদেও বিভিন্ন ভাবে সাহায্যে সহযোগিতা করছি। এটা শুধু মানবিকতার কারনে। ছোট ছোট সহযোগিতা দিয়ে কয়েক জন অসহায়ের মাঝে হাসি ফোঁটাতে পারলে নিজেকে সার্থক মনে হবে। সমাজের সকলের উচিত এসব দুস্থ, অসহায়দেও প্রতিসহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।