দুই সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রথমদিন দ. আফ্রিকার

1

পূর্বদেশ ক্রীড়া ডেস্ক

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে রানের পাহাড় গড়ার মঞ্চ সাজিয়েছে সাউথ আফ্রিকা। গতকাল মঙ্গলবার বাংলাদেশের বোলারদের নাজেহাল করে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই সফরকারী। প্রথমদিনে প্রোটিয়াদের তিন শতাধিক রানের বিপরীতে টাইগারদের সাফল্য কেবল দু’টি উইকেট।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। প্রথমদিন শেষে ২ উইকেটে ৩০৭ রান তুলেছে সফরকারী দল। টনি ডি জর্জি ১৪১ রানে এবং ডেভিড বেডিংহাম ১৮ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।
দিনের শুরু থেকেই দারুণ করেছে সাউথ আফ্রিকা। ১৮তম ওভারে এসে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। দলীয় ৬৯ রানে এইডেন মার্করামকে ফেরান তাইজুল। ৩৩ রান করেন প্রোটিয়া অধিনায়ক।
দ্বিতীয় উইকেটে ২০১ রানের জুটি গড়েন ডি জর্জি ও ত্রিস্তান স্টাবস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন দু’জনই। মুমিনুল হকের বল ডিপ পয়েন্টে ঠেলে দিয়েই দৌড় শুরু করলেন ক্রিস্তিয়ান স্টাবস।ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়ে শূন্যে ঘুষি মারেন তিনি।
শেষ বিকেলে স্টাবসকে ফেরান তাইজুল। ১০৬ রান করে বোল্ড হয়ে ফিরে যান। পরে বেডিংহামকে নিয়ে দিন শেষ করেন জর্জি।
তাইজুল ৩০ ওভার বল করে ১১০ রান খরচায় ২ উইকেট নেন। ২১ ওভারে ৯৫ রান খরচ করলেও কোনো সাফল্য পাননি মেহেদী হাসান মিরাজ।