আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা থানার ওসি পরিচয়ে দুটি শো-রুম থেকে টিভি, ফ্রিজ ও দুটি ফ্যান নিয়ে গেছে প্রতারক। এই ঘটনায় গতকাল শনিবার দুপুরে আল মদিনা ইলেক্ট্রনিক্স ও শাহ আমানত ইলেক্ট্রনিক্স’ নামে দুই শোরুমের মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, বৈরাগের বন্দর কমিউনিটি সেন্টার মহালখান বাজার এলাকার আল মদিনা ইলেক্ট্রনিক্সের মালিক মো. জিয়াউল হক ও বটতলী রুস্তমহাটের শাহ আমানত ইলেক্ট্রনিক্সের মালিক মো. ইব্রাহিমের হোয়াটসঅ্যাপ নম্বরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ০১৭৯৮৩৬৩২৮০ নম্বর থেকে কল করা হয়। এ সময় আনোয়ারা থানার ওসি মনির হোসেন পরিচয় দিয়ে ইলেক্ট্রনিক্সপণ্য কেনার আগ্রহ প্রকাশ করা হয়। সেই মোতাবেক শুক্রবার সকালে তাদেরকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, দুইটি সিলিং ফ্যান ও একটি ওয়ালটন কোম্পানির ফ্রিজ পিকআপে তুলে দিতে বলা হয়। পরে একটি পিকআপ পাঠানো হলে ৬০ হাজার ৯৯০ টাকার মালামাল পিকআপে তুলে দেওয়া হয়। পরে ওসি পরিচয় দেওয়া ওই নম্বরে কল দিলে বলা হয়, থানার অন্য অফিসার পাঠিয়ে মূল্য পরিশোধ করা হবে। এরপর থেকে ওই নম্বর বন্ধ পাওয়া যায়। এতে শোরুম মালিকরা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।
ভুক্তভোগী মো. জিয়াউল হক জানান, প্রতারক চক্রের ওই নম্বরে আমি কয়েকবার যোগাযোগ করেছি। এসময় আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে ওসির ছবি দেখা গেলে আমি বিশ্বাস করেছি। আমার কাছ থেকে সিঙ্গার ব্রান্ডের ২৪ হাজার ৪৯০ টাকা মূল্যের একটি স্মার্ট টিভি ও ৭ হাজার টাকা মূল্যের দুইটি ফ্যান নিয়ে যায়। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
অপর ভুক্তভোগী ইব্রাহিম বলেন, আমার ২৯ হাজার ৫০০ টাকা দামের একটি ফ্রিজ নিয়ে যায়। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগ নেওয়া হয়েছে। প্রতারকচক্রকে ধরতে পুলিশ চেষ্টা করছে।