দুই মাসের বাসাভাড়া মওকুফ করার আহবান

232

আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী ৩০ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে করোনা দুর্যোগে চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের বাসাভাড়া মওকুফে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের হস্তক্ষেপ কামনা করে বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে ঘর থেকে বাইরে যাচ্ছে না মানুষ। হঠাৎ আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের দূর্ভোগ নেমে এসেছে। এছাড়া বেসরকারি চাকুরিজীবীরাও আছেন মাস শেষে ঘর ভাড়া দেওয়ার ভয়ে। আমাদের চট্টগ্রাম নগরীতে বসবাসরতদের মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশই ভাড়াটিয়া। জীবিকার তাগিদে থাকতে হয় ভাড়া বাসায়, থাকেন শিক্ষার্থীরাও। বর্তমান পরিস্থিতিতে কর্মক্ষেত্রে যেতে না পারা, শিক্ষার্থীদের টিউশনি, কোচিং ক্লাস বন্ধ থাকায় আয়ের উৎস থেমে গেছে। এ অবস্থায় চসিকের মাধ্যমে চট্টগ্রামে বাসাভাড়া মওকুফের দাবি জানান তিনি। আল্লামা নূরী বলেন, করোনার কারণে গোটা দেশ একধরনের অবরুদ্ধ। দোকানপাট, শপিং মল বন্ধ হয়ে গেছে, সেখানে যারা চাকরি করেন তারা বেতন পাওয়ার আশা কম। যারা দিনমজুরি করেন তাদের কাজ বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় যাদের হুট করে চাকরি চলে গেল, বেতন বন্ধ হয়ে গেল তারা এই দুঃসময়ে বাড়ি ভাড়া কোত্থেকে দেবে? করোনার কারণে ভাড়াাটিয়াদের কাছ থেকে চলতি বছরের মার্চ মাস ও এপ্রিল মাসের ভাড়া না নেওয়ার জন্য বাড়ীর মালিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়ে এব্যাপারে চসিক মেয়রের হস্তক্ষেপ কামনা করেন তিনি। আল্লামা নূরী বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রামসহ সারাদেশের ভাড়াটিয়াদের বাসাভাড়া, দোকানভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিলসহ সব ধরনের বিল মওকুফের দাবি জানান। বিজ্ঞপ্তি