রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় মাদক বিক্রির দায়ে দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার বিকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা লিচুবাগান ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে সহায়তা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন চন্দ্রঘোনা হাফেজপাড়া এলাকার ইমান আলীর ছেলে আবদুল হালিম (৩২) ও মো. হিরা মিয়ার ছেলে মো. মানিক (১৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বালি মহাল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় অভিযান চালালে হাতেনাতে তাদের আটক করা হয়। এসময় তাদেরকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ইউএনও মো. কামরুল হাসান জানান, অভিযানকালে তাদের মাদকসেবন অবস্থায় এবং তাদের হাতে মাদকসহ পাওয়া যায়অ। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের জেল দেয়া হয়েছে। জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।