দুই প্রবাসী জাতীয়তাবাদী কমিউনিটি লিডার সংবর্ধিত

11

মধ্যপ্রাচ্যের বাংলাদেশি কমিউনিটি লিডার বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ওমানের সভাপতি হাজী মোরশেদ আলম ও আল আবির দুবাই শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ তালুকদারকে সংবর্ধনা দিয়েছে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল তাপ বিদ্যুৎকেন্দ্র এলাকায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে রাঙ্গুনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিরহাটে এসে অনুষ্ঠান শেষ হয়।
সংবর্ধনা সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ মোশাররফ, বিএনপি নেতা হারুন ড্রাইভার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা শাহজাহান বাদশা, আবু হেনা, পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব মো. রাশেদ, জসিম উদ্দিন, মো. রনি, হাসনাত, ওয়াহিদ প্রমুখ।
সভায় সংবর্ধিত অতিথিরা বাংলাদেশে বিমানবন্দরে বিভিন্ন অব্যবস্থাপনা দূরীকরণ, প্রবাসীদের লাগেজ চুরি বন্ধ করা সহ সকল প্রকার হয়রানি বন্ধের দাবি জানান। বিজ্ঞপ্তি