কর্ণফুলী প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাট ও ফাজিলখাঁরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করে এসব অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন।
অভিযানে মিয়ারহাট এলাকার কাশেম বেকারিকে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফাজিলখাঁরহাট এলাকার ফেবারিট বেকারিকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও মূল তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, কর্ণফুলীর বিভিন্ন দোকান ঘুরে মূল্য তালিকা না রাখা, দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। কেউ যেন নকল, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে, সে ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম অভিযানে সহযোগিতা করেন।











