নিজস্ব প্রতিবেদক
বাকলিয়া থানা এলাকায় বিএসটিআই’র উদ্যোগে পরিচালিত দুটি অভিযানে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন-বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে বাকলিয়ার রাজাখালী এলাকার মেসার্স স্লাশ ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানকে বিএসটিআই’র অনুমোদন ও নবায়ন ছাড়া প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদন ও বাজারজাত করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল।
দ্বিতীয় অভিযানে চাক্তার এলাকার মোশাররফ হোসেন সড়কের মেসার্স বিসমিল্লাহ মুড়ির মিল নামক প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মুড়ি উৎপাদন ও বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হাওলাদার।
উভয় অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে। এছাড়া বিএসটিআই’র পক্ষ থেকে প্রসিকিউটিং কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও বুলবুল আহমেদ জয়, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও মানহীন পণ্যবিরোধী অভিযান চলমান থাকবে।