দুই দিনে বন্ধ ৮টি অবৈধ ইটভাটা

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাউখালী ও লংগদু উপজেলায় গত দুই দিনে অভিযান চালিয়ে আর্থিক জরিমানাসহ ৮টি ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে এক রিটের শুনানি শেষে ৫ জানুয়ারি জৈলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট।
জানা যায়, গত শুক্রবার জেলার কাউখালী উপজেলায় পরিচালিত অভিযানে ৩টি ইটাভাটা বন্ধ করে দেয় কাউখালী উপজেলা প্রশাসন। এ সময় তিনটি ইটভাটার মালিককে মোট ৬ লাখ ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। ইটভাটা তিনটি হলো উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়ি ছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শ গ্রামের এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামের এম অ্যান্ড সি ব্রিকস ফিল্ড।
উপজেলা প্রশাসন জানায়, শনিবার সকাল থেকে পরিচালিত অভিযানে বেতবুনিয়া ইউনিয়নের সুগারমিল এলাকার এস ডবিøউ ব্রিকস, এম বি ব্রিকস ও কে এম বি ব্রিকস ফিল্ড নামে আরো ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা তিনটির মালিককে মোট সাড়ে ৫ লাখ টাকা আর্থিক জরিমানাসহ ২০ হাজার ঘনফুট জ¦ালানি কাঠ জব্দ করা হয়।
এদিকে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কফিল উদ্দিন শনিবার সকালে অভিযান পরিচালনা করে ‘উপজেলার ইয়ারংছড়ি জিয়া মেম্বার, জাহাঙ্গীর এর ইটভাটা কেবিএম ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা ও বাইট্টা পাড়া শাজাহানের ব্রিক ফিল্ড এল বিএমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২টি ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়া হয়।
কাউখালীর ৬টি ব্রিক ফিল্ডকে সাড়ে ৫ লাখ এবং লংগদু’র ২ টি ব্রিক ফিল্ডকে ৮০ হাজারসহ সর্বমোট ৮টি ব্রিক ফিল্ডকে ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন লংগদু ও কাউখালী উপজেলা প্রশাসন।
অভিযানে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে পরে কাঁচা ইটগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশে হিসেবে কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে। হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী কাউখালী উপজেলায় শুক্রবার ও শনিবার গত দুইদিনে পরিচালিত অভিযানে ৬টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে। জ¦ালানি কাঠ জব্দ করা হয়। সাইন বোর্ড টানিয়ে এসব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।