রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাখালি ও রাঙ্গুনিয়ার সীমান্ত রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় দুই দফা গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ ছিল ২ ঘন্টা যাবত। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে গাছ কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টা ও সকাল ৯ টার দিকে পৃথক দুই স্থানে গাছ ভেঙ্গে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৬ টার দিকে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় বড় রেইন ট্রি গাছ ভেঙ্গে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ১ ঘন্টার চেষ্টায় গাছ কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে একই সড়কের রাঙ্গুনিয়ার কাটাখালি এলাকায় সকাল নয়টার দিকে একটি বড় রেইন ট্রি গাছ পড়ে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন ইনচার্জ মো. জাহেদুর রহমান বলেন, ‘অতিবৃষ্টিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পৃথক স্থানে গাছ ভেঙ্গে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।