দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি প্রাইভেট কারে ট্রাকের ধাক্কার ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল ছাত্রদলের সাবেক দুই নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের এক রেস্টুরেন্টে এর প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক মামুনুর রশিদ বলেন, ‘২৭ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি প্রাইভেট কারে ট্রাকের ধাক্কার ঘটনার পর তিনিসহ উপজেলা বিএনপির আহব্বায়ক নাজমুল মোস্তফা আমিন ও চুনতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিকের নাম, ছবি এবং মোবাইল নম্বর ব্যবহারপূর্বক কে বা কারা ভুয়া ও বিভ্রান্তিমূলক হোয়াটঅ্যাপের স্কিনশর্ট তৈরি করে। পরে ওই স্কিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর থেকে স্কিনশর্টে দেয়া মোবাইল নম্বরে বিভিন্নজন ফোন ও ম্যাসেজ দিয়ে হুমকি-ধমকি দিয়ে আসছে। পরে বিষয়টি বেশি জটিল হয়ে যাওয়ায় পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে ছাত্রদলকে মুখোমুখি করে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ রিয়াদ হোসেন, মো. রাসেল, মোহাম্মদ কায়েস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন, ছাত্রদল নেতা এহছানুল হক আহাদ, শহিদুল ইসলাম, লতিফুর রশিদ আসিফ, তারেকুল ইসলাম, সাকিব আল হাসান, তানবির, মিনহাজ ও রায়হান।