দুই গোল, দুই অ্যাসিস্ট মেসির

1

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার জার্সিতে প্রত্যাবর্তনের আগে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। এমএলএস-এ ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে তিনি করলেন দুইটি গোল ও দুটি অ্যাসিস্ট, দেখালেন পুরোনো সেই রাজকীয় ফর্ম। এ্যাচে মায়ামির জয়ের ব্যবধান ৫-১ গোলে। এই ম্যাচে মেসির দুটি গোল মিলিয়ে চলতি এমএলএস মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়াল ১০টিতে, আর তার পেশাদার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা ৮৬৫। আগামী সপ্তাহে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবেন তিনি—৬ জুন সান্তিয়াগোতে চিলির বিপক্ষে এবং ১১ জুন মনুমেন্তালে কলম্বিয়ার বিপক্ষে।