নিজস্ব প্রতিবেদক
নগরীর আদালত ভবনের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কারাগারে আটক দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। দুই আসামি হলেন, চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য্য। গতকাল সোমবার সকালে চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।
মহানগর দায়রা জজ আদালতের এপিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেন। শুনানির সময় আসামি চন্দন ও রাজিবকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত চন্দন দাশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় তার জবানবন্দিতে শিবা নামে একজনের নাম উল্লেখ করেছিলেন। আর রাজীব ভট্টাচার্য্য তার জবানবন্দিতে ওমবাই নামে একজনের নাম জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবা ও ওমবাইয়ের বিষয়ে আরও তথ্য নিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে দরখাস্তে উল্লেখ করেছেন।
কোতোয়ালী থানার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের ২৬ নভেম্বর কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালতপাড়ায় ব্যাপক সংঘর্ষ হয়। পরবর্তীতে তা নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী থানা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। আইনজীবী সমিতি এ হামলার জন্য ইসকন সদস্য ও সমর্থকদের দায়ী করে আসছে। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। আইনজীবী খুনের ঘটনায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।