নিজস্ব প্রতিবেদক
শিশুরা যেকোনো জিনিস দেখলে ধরতে চায়, ছুঁতে চায়। ওরা খেলতে চায়। টেলিভিশন দেখতে চায়। তাদের আগ্রহ ও আনন্দের জায়গাটুকু নিয়ে শিশুসাহিত্য। শিশুসাহিত্য শিশুদের আনন্দের সঙ্গী। শিশুসাহিত্য রচনার ক্ষেত্রে শিশুদের প্রতি ভালোবাসা থাকাটা জরুরি। এটি সাহিত্য রচনার পূর্বশর্ত। শিশুসাহিত্য যেন শিশুর আনন্দসঙ্গী হয়ে ওঠে, তার জন্য ভাবতে হবে শিশুসাহিত্যিকদের। গতকাল শুক্রবার বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি’র আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুইদিন ব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। গতকাল সকাল ১০টা শুরু হয়ে উৎসব চলে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে। আজও সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। কয়েক পর্বের এ উৎসবে দেশের নামকরা ছড়াকারা ছড়া আবৃত্তিতে অংশ নিবেন। মনোবিজ্ঞানী মোহিত কামালের সভাপতিত্ব ও বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় উদ্বোধনী আলোচনায় অংশ নেন ছড়াকার আনজীর লিটন, কথাসাাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, শিশুসাহিত্যিক রফিকুর রশীদ, সুজন বড়ুয়া, কবি রহীম শাহ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক রাশেদ রউফ। আনজীর লিটন বলেন, শিশুসাহিত্যই হচ্ছে ম‚ল সাহিত্যের প্রধান অংশ। আর শিশুদের জন্য রচিত সব সাহিত্য নিটোল সাহিত্য বলে বিবেচিত। শিশুসাহিত্য হলো এমন সাহিত্য যেখানে কোনো কুসংস্কার থাকতে পারবে না। তাদের জন্য সবসময় যুগোপযোগী সাহিত্য রচনা করতে হবে। রফিকুর রশীদ বলেন, আমাদের শিশুরা কী চায়, কী ভালোবাসে সে ভাবনা মাথায় রাখতে হবে আমাদের শিশুসাহিত্যিকদের। কারণ শিশুদের জগতটাকে আর ছোট করে দেখার সুযোগ নেই। শিশুরা কল্পনায় মাঝে ভাসতে চায়, তাদের ভুবন বিস্তীর্ণ ও রঙিন। তাই শিশুদের জন্য লিখতে হবে কল্পনা জাগানো এমন লেখা। যেন তারা বইয়ের প্রতি আকৃষ্ট হয়। মোহিত কামাল বলেন, আজকের এই শিশুসাহিত্য উৎসব কেবল সাহিত্যিক মিলনমেলা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক গভীর দায়বোধেরও উৎসব। প্রযুক্তির উৎকর্ষের যুগে আমরা এমন এক সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি, যখন একদম শিশুতোষ কাল থেকে সন্তানের হাতে প্রথম ধরা পড়ে মোবাইল ফোন, বই নয়। দুইদিন ব্যাপী উৎসবে দেশের বিভিন্ন জায়গা থেকে শিশুসাহিত্যিকরা অংশগ্রহণ করেছেন। উৎসবে ছড়াপাঠে অংশ নেন বিপুল বড়ুয়া, আবুল কালাম বেলাল, এয়াকুব সৈয়দ, কেশব জিপসী, জসীম মেহবুব, সনজীব বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ারসহ অনেকে।











