দুইজনকে ধরে পুলিশে দিল ব্যবসায়ী-জনতা

1

নিজস্ব প্রতিবেদক

নগরের ইপিজেড থানা এলাকায় জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। স্থানীয় হকার ও ব্যবসায়ীদের অভিযোগ, এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন।
গত মঙ্গলবার রাতে বন্দরটিলা সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে তাদের আটক করে ইপিজেড থানা পুলিশ। পরে ভুক্তভোগী ব্যবসায়ী মো. আজিম বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন।
আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর কবিরহাট থানার নরসিংহপুর গ্রামের মৃত মফিজ উল্লাহর ছেলে আবদুল কাদের ইমন (২৩) এবং বাগেরহাট জেলার শরনখোলা থানার পশ্চিম রাজাপুর গ্রামের মৃত হেমায়েত মাঝির ছেলে আসাদুজ্জামান রাফি (২৬)। তারা দুজনই জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটির সদস্য ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভ্যানগাড়ি ব্যবসায়ী মো. আজিম ও তার সহযোগী মো. রিপন আলী ইপিজেড এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। আটককৃত দুই যুবক নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে ফুটপাতে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে বলে ভয়ভীতি দেখাতেন। বাধ্য হয়ে হকাররা নিয়মিত তাদের টাকা দিতেন।
ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান জানান, জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।