বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় সা¤প্রতিক সময়ে রাজনৈতিক পরিবর্তনের পর প্রতিক‚ল পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সেনাবাহিনী সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোয় আন্তরিক অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, সেনাবাহিনী এই দুঃসময়ে এই নতুন পথচলায় আশার আলো দেখিয়েছে। হতাশার অন্ধকার দূর করতে সহায়তা করছে। ২৪ ফেব্রæয়ারি চট্টগ্রাম অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক বাসুদেব ধর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অশোক মাধব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে বাসুদেব ধর বলেন, মুক্তিযুদ্ধের রক্তস্নাত পথে যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে সে দেশের মানুষ নির্যাতন, হামলা ও বৈষম্যের শিকার হতে পারে না। মানুষে মানুষে বিভেদ, অনৈক্য কিংবা ঘৃণা এদেশের মানুষের পথ হতে পারে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশকে এক পরিবার হিসেবে দেখতে চান। আমরা স্বাগত জানিয়েছি। তবে সরকারের নানা পদক্ষেপে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। পরিবারের একটি অংশ বৈষম্যের ছায়া দেখতে পাচ্ছে।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথের সঞ্চালনায় প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের অধীন সব জেলা ও উপজেলার নেতৃবৃন্দ স্ব স্ব এলাকার চিত্র তুলে ধরে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি