চট্টগ্রামে অনুষ্ঠিত হলো দীপ্ত প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে ‘দীপ্ত প্রজন্ম মেধা বৃত্তি পরীক্ষা’ ২০২৪। গত ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ এবং অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভবনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘দীপ্ত প্রজন্ম মেধা বৃত্তি পরীক্ষা’ ২০২৪ এ ১৫০ বিদ্যালয়ের প্রায় ১৫৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন দীপ্ত প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম রাশেদ খান, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদুল কবির চৌধুরী, অপর্ণাচরণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, মোহাম্মদ আবদুল হক,কামরুজ্জামান ইমন, অ্যাডভোকেট ইকবাল চৌধুরী প্রমুখ। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মেধাবৃত্তি তুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তি