দীপু মনি ও জয় রিমান্ডে

3

মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে চার দিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে দীপু মনি ও জয়ের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন।
আবু সায়েদ হত্যা মামলাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলা।
রিমান্ডের আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘ভিকটিমকে হত্যায় হুকুমদানকারী, উসকানিদানকারী ব্যক্তি ও ব্যক্তিদের নামসহ মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন এবং মামলার ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করার জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।’মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে মঙ্গলবার ঢাকার আদালতে হাজির করা হয়। সোমবার ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। খবর বিডিনিউজের
মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে মঙ্গলবার ঢাকার আদালতে হাজির করা হয়। সোমবার ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করার কথা জানায় গোয়েন্দা পুলিশ। এর কয়েক ঘণ্টা পর ঢাকা মহানগর পুলিশ ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তারের কথা জানায়।