দীপিকার আলমারি পরিষ্কার ও হাতধোয়ার চ্যালেঞ্জ

107

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সাধারণত প্রচুর ব্যস্ত থাকেন। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে সেলফ-কোয়ারেন্টিনে আছেন তিনি। ঘরে শুয়েবসে তার দিন কাটছে তা কিন্তু নয়। ঘরের আলমারি পরিষ্কার করেছেন। ত্বকের যত্ন নিতেও ভুল করছেন না! সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি শেয়ার দিয়েছেন।
এদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সেফ হ্যান্ডস হ্যাশট্যাগ চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়াসুস ইনস্টাগ্রামে এক পোস্টে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল দেখিয়েছেন। একইসঙ্গে চ্যালেঞ্জটির জন্য দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়াসহ কয়েকজন তারকাকে মনোনীত করেছেন তিনি।