দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৭০ কেজি চালের বস্তায় ১৬ লিটার চোলাই মদ জব্দ করেছে দীঘিনালা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা বাস স্টেশনে শান্তি কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর ২টি চালের বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে চালের বস্তার ভিতরে তল্লাশি করে দীঘিনালা থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম সফিক। এতে চাল সহ দুইটি চালের বস্তা থেকে ৬৭টি ২৫০ এমএল বোতলে মোট ১৬ লিটার চোলাই মদ জব্দ করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।