দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় বিদেশি অবৈধ সিগারেটসহ আপন দুই ভাইকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
২৪ মে দিবাগত রাত আনুমানিক ৩ টায় দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোটমেরুং এলাকা থেকে রেজিস্ট্রেশনবিহীন দুইটি মাহিন্দ্রা গাড়ির ভেতরে তল্লাশি করে ১০টি প্লাস্টিকের বস্তায় ১৪হাজার প্যাকেট বিদেশি অরিস সিগারেটসহ আপন দুই ভাই মোঃ সেলিম (২৬) ও মোঃ কাশেমকে (২১) আটক করা হয়। তারা মেরুং ইউনিয়নের ছোবাহান পুর এলাকার -মোঃ শামছুল আলমের পুত্র। পুলিশ পরিদর্শক মোঃ ফরিদুল আলম বাদি হয়ে আটকৃতদের বিরুদ্ধে ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি মামলা দায়ের করেন। দীঘিনালা ওসি মো. জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি সিগারেটসহ দুই ভাইকে আটক করে। আটককৃত দুই ভাইয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫-বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ১৪ হাজার প্যাকেট সিগারেটের বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা।