দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যা আক্রান্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২৭ নভেম্বর সকাল ১২টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের স্বাধীনতা মঞ্চে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। বক্তারা বলেন, পূর্বাঞ্চলে গেল বন্যায় চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে আক্রান্ত চাষীদের মাঝে এসকল প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ফসলে সংকট মোকাবেলা করে খাদ্য সংকট কাটানো সম্ভব হবে। বক্তারা আরো বলেন, স্বাস্থ্য ঝুঁকির বিষয় বিবেচনায় তামাক চাষ বন্ধে সামাজিক আন্দোলন ও প্রচারণা জোরদার করতে সবাইকে আরো সচেতন হতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহকারী প্রোগ্রামার লাথুইনু মারমা, ইউএনভি রাকেশ শামস প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিসের সূত্র জানান, দুইদিনব্যাপি বিতরণ কার্যক্রমে প্রথমদিনে ২৫০ জন কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ঋড়ড়ফ ধহফ অমৎরপঁষঃঁৎধষ ঙৎমধহরংধঃরড়হং ড়ভ ঃযব টহরঃবফ ঘধঃরড়হং অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ বিরতণ কার্যক্রমের আওতায় বন্যায় ৫শত ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বীজ-সার, নানা পদের কৃষি সরঞ্জাম ও নগত আর্থিক সহযোগিতা করা হয়।