দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালা থানা পুলিশ ও চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় নিখোঁজের ৬ দিনপর এক শিশুকে উদ্ধার করেছে। নিখোঁজ শিশু মো. রিহাদের বয়স ১ বছর ৬ মাস। জানা যায়, দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী বাঙ্গালী পাড়ার শিশু গত ২১ নভেম্বর নিখোঁজ হয়। শিশুর পিতা মো. গিয়াস উদ্দিন গত ২২নভেম্বর নিখোঁজ ডায়েরি করেন। জিডিমূলে পররবর্তীতে তথ্য ও প্রযুক্তি সহযোগিতায় শিশু রিহাদসহ অপহরণকারীকে চকরিয়ায় অবস্থানের কথা জানতে পারেন। পরবর্তীতে দীঘিনালা থানা পুলিশ ও চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় শিশু রিহাদসহ অপরহণকারীকে চকরিয়া থানা এলাকা হতে উদ্ধার করে। উদ্ধারকৃত শিশু রিহাদকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, তথ্য ও প্রযুক্তি সহযোগিতায় লোকেশন টেগকরে ৬দিনপর দীঘিনালা থানা পুলিশ ও চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় শিশু মো. রিহাদকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। তবে নিখোঁজ ডায়েরি আবেদনকারী ও শিশু অপহরণকারী উভয়ে আতœীয় হওয়ায় কোন অভিযোগ/মামলা করবেন না মর্মে মুচলেখা দেয়।