দীঘিনালায় নবাগত ইউএনও’র মতবিনিময়

1

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দীঘিনালা প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি মো. আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গডু, অর্থ সম্পাদক সুমন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য দি ডেইলি অবজারভার দীঘিনালা উপজেলা প্রতিনিধি মো. সোহেল রানা, সোহানুর রহমান, প্রবীর সুমন এবং সাধারণ সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, হাসান মোর্শেদ রিফাত, হাচান আল মামুন ও দুর্জয় বড়–য়া শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকেরা উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় নবাগত ইউএনও অমিত কুমার সাহা বলেন, দীঘিনালার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের সঠিক তথ্য জানলে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজ হয়। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, অংশগ্রহণমূলক প্রশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি। সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই, যেন দীঘিনালাকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী উপজেলায় পরিণত করা যায়। এ সময় তিনি সমৃদ্ধ দীঘিনালা গড়ায় সকলের সহযোগিতা চান। পরে এক অনাড়ম্বর পরিবেশে ইউএনও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন।