দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ইউনিয়নে আর্থসামজিক উন্নয়নে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯মে) সকাল সাড়ে ১১টায় বাবুছড়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আর্থসামাজিক উন্নয়নে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন দীঘিনালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকারিয়া প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে জোসনা বেগম বলেন, আমি ৭/৮বছর যাবৎ পুরানো একটি মেশিন দিয়ে সেলাই কাজ করি এবং এলাকার গরিব অসহায় মেয়েদেরকে বিনামূল্যে সেলাই কাজ শেখাই। চেয়ারম্যান আমাকে একটি নতুন সেলাই মেশিন দিয়েছে এখন ভালো করে সেলাই কাজ করতে পারবো এবং সেলাই কাজও শিখাতে পারব।
চিনু চাকমা বলেন, আমি সেলাই কাজ শিখছি অনেক দিন হলো। মেশিন কেনার টাকা ছিলনা। ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আমাকে একটি নতুন সেলাই মেশিন দিয়েছে। এখন আমি নিজের ঘরে কাজ করতে পারব।