দীঘিনালায় ছাত্রদলের বৃক্ষরোপণ

1

দীঘিনালা প্রতিনিধি

‘সবাই মিলে গাছ লাগাই; ভবিষ্যতের সুন্দর পরিবেশ গড়ি’- স্লোগানে খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে কবাখালী ইউনিয়নের মাইনী ব্রীজ এলাকায় পাঁকা রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহŸায়ক মো. মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মো. লোকমান হোসেন, দীঘিনালা কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুন, সাবেক ছাত্রনেতা মো. সাবিল তালুদার, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম হাজারী প্রমুখ।
বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক বলেন, ছাত্রদলের উদ্যোগে স্কু,ল কলেজ, খেলার মাঠ, রাস্তার দুই পাশে ও খোলা জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের ভবিষ্যতের বসবাস উপযোগী পৃথিবী গড়তে হলে সবাই মিলে বেশি বেশি গাছ রোপণ করতে হবে।