খাগড়াছড়ির দীঘিনালায় রাজনৈতিক মামলায় ইউপি সদস্য যুবলীগের নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ।
গতকাল শনিবার সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নে পৃথক দু’টি অভিযানে তাদের গ্রেপ্তার করে দীঘিনালা থানার উপ- পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বাবুছড়া ইউনিয়নের মসজিদপাড়া এলাকা থেকে বাবুছড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন (৪২) এবং বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. জিয়াউর রহমান (৪০) কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দীঘিনালা থানায় রাজনৈতিক সহিংসতার অভিযোগে মামলা রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী রুজু হওয়া মামলায় একজন এজাহারভুক্ত আসামি এবং অন্যজন তদন্তে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।