দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির মতবিনিময় সভা ও সঙ্গীতানুষ্ঠান

0

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রামের সভাপতি এম এ মালেক প্রবীণ নাগরিক তথা সোসাইটির সদস্যদের জীবনকে সর্বোত্তম উপায়ে উপভোগ করার আহবান জানান। এতে নিজের দীর্ঘজীবন পাওয়া ও সমাজকে সর্বোচ্চ সেবা দেয়ার সুযোগ সৃষ্টি হয়। গত শনিবার সন্ধ্যায় চিটাগাং সিনিয়র ক্লাব হলে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম এর উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাকালে এম এ মালেক উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
সোসাইটির যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দিলীপ কান্তি দাশ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী সহ-সভাপতি কবির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিরাজুল হক আনসারী। মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন ইঞ্জি. এম. আহমদ উল্লাহ, মোহাম্মদ আহসান, সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, লায়ন তাহের আহমদ, আ ন ম ওয়াহিদ দুলাল, সাংবাদিক সিরাজুল করিম মানিক, লায়ন এম.এ. সামাদ খান, হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে ইঞ্জি. এ.এম. কামাল উদ্দিন চৌধুরী সোসাইটির জন্য একটি স্থায়ী অফিস নেয়া ও জমি কিনে দালান করা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র, রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা, কবির উদ্দিন ভূঁইয়া অ্যাপস গ্রুপের মাধ্যমে সম্মিলিতভাবে সেবা কার্যক্রম পরিচালনা, সিরাজুল হক আনসারী নতুন বছরে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করা, ইঞ্জি. এন. আসাদ উল্লাহ সোসাইটিতে সদস্য সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন পদক্ষেপ নেয়া, এম.এ. সামাদ খান সোসাইটির জন্য জমি কেনা ও স্থায়ী অফিসে নেয়া সহ দুর্গত এলাকা শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ, হুমায়ুন কবির নিয়মিত জাতীয় দিবস উদ্্যাপনসহ সোসাইটি সদস্য সংখ্যা বাড়ানো, আ.ন.ম ওয়াহিদ দুলাল ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় সমাবেশ ও সম্মেলন আয়োজন করা, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার নিকট প্রবীণ নাগরিকদে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি কমিটি গঠন করে স্মারকলিপি প্রদান করা, তাহের আহমদ স্থায়ী অফিস নেয়ার গুরুত্বারোপ, সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী গুনগত মানের সদস্য বৃদ্ধি করার আহবান জানান।
সভায় সভাপতি এম.মালেক সোসাইটি নতুন সদস্যদের স্বাগত জানান ও আজীবন সদস্যদের আইডি কার্ড বিতরণ করেন। সভায় আজীবন সদস্য মিয়া মোহাম্মদ আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় ও প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় সঙ্গীত পরিবেশনা পর্বে চট্টগ্রামের শিল্পীরা গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি