পটিয়ার ঐতিহ্যবাহী দি কেলিশহর আর্বাণ কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আশীষ দে (চেয়ার প্রতিক) এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন কেলিশহর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপন কুমার দে। তিনি চাকা মার্কায় প্রতিদ্ব›িদ্বতা করে ভোট পেয়েছেন ২১২২ ভোট এবং নিকটতম আরেক প্রার্থী প্রদীপ কুমার দেব নারু মাছ মার্কা নিয়ে পেয়েছেন ১৮৬৪ ভোট।
১৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে ভোটাররা ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল চৌধুরী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিপ্লব চক্রবর্তী ও শাহ এরফানুল হক দায়িত্ব পালন করেন।
অন্য পদে নির্বাচিতরা হলেন: সহ সভাপতি মৃদুল দে (দেয়াল ঘড়ি), পরিচালক বিধান কুমার দে (শাপলা ফুল), বিজন দে (ফুটবল), মো. মিজানুর রহমান (ক্রিকেট ব্যাট), ছোটন দে (হাতি), উত্তম দাশ (ডাব) ও পলাশ দে (কলস)। বিজ্ঞপ্তি