দিল্লি হাইকোর্ট দেশ চালাচ্ছেন ভগবান

9

ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেনের হাহাকারের প্রেক্ষাপটে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে। বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রেখা পাল্লির বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সবাই জানি, এই দেশ চালাচ্ছেন ভগবান।’ বৃহস্পতিবার দিল্লির কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে হাইকোর্টকে জানানো হয়, রাজধানীর অন্তত ছ’টি হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গেছে। এর আগেই দিল্লির রাজীব গান্ধী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের হাতে তিন ঘণ্টার অক্সিজেন মজুত আছে। বিকেল পৌনে পাঁচটায় গুরুগ্রামের ফর্টিস হাসপাতালের পক্ষ থেকে টুইট করা হয়, ‘‘আমাদের কাছে আর ৪৫ মিনিটের অক্সিজেন আছে। রাজনাথ সিংহ, অমিত শাহ, মনোহরলাল খট্টর, অশোক গহলৌত— আপনারা কিছু করুন।’’ অক্সিজেনের অভাব নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সরোজ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও শান্তি মুকুন্দ হাসপাতালও। বিচারপতি সাঙ্ঘি বলেন, ‘‘সাধারণ মানুষের কথা বাদ দিন। আমিও চাইলে সহজে বেড পাব না।’’