নগরের হালিশহরে দিনমজুর মাকসুদুর রহমান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার মো. হোসেন সন্দ্বীপ উপজেলার রহমতপুর আদম খান বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে।-বাংলানিউজ
সোমবার (৮ এপ্রিল) রাতে নগরের পাহাড়তলীর কনকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, ২০১৭ সালে ভিকটিম মাকসুদুর রহমান জীবিকার তাগিদে চট্টগ্রাম শহরে আসেন। নগরের হালিশহর থানার বি-ব্লক এলাকায় একটি ব্যাচেলর বাসায় থেকে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন। একই উপজেলার মো. হোসেন ভিকটিমের সাথে একই বাসায় থাকতেন। ওই বছরের ১২ মার্চ দিবাগত রাতে মো. হোসেন ভিকটিমের মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে হোসেন মাকসুদকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে মাকসুদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে হালিশহর থানায় হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর ওই বছরের ১৮ এপ্রিল আসামি হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। হোসেন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ৩০ এপ্রিল আদালতে পুলিশ চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালীন আসামি হোসেন আদালত থেকে জামিন পেয়ে আত্মগোপন করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ২০১৭ সালের ৮ নভেম্বর আসামি হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেন আদালত। মামলার সাক্ষীদের সাক্ষগ্রহণ, অভিযোগপত্র এবং আসামির স্বীকারোক্তির উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত ২০২৩ সালের ৯ আগস্ট আসামিকে হোসেনকে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ড প্রদান করে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আসামি হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।