নগরীর ফয়’স লেকস্থ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল, মুরশীদে বরহক্ব, হাদীয়ে জামান, পীর আলহাজ মাওলানা ক্বারী শাহ সুফী নূরুল হুদা আল ক্বাদেরী (রহ,)’র হাতের গড়া প্রতিষ্ঠান দরবারে গাওসিয়া শরীফ ও মাদরাসা-এ নূরীয়া কমপ্লেক্স দারুল হুদা ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় পীরজাদা হযরতুল আল্লামা আলহাজ্ব শাহসুফী বেলায়েত হোছাইন আল ক্বাদেরী (মা.জি.আ.)’র সভাপতিত্বে গত ৬ সেপ্টেম্বর দরবারে গাওসিয়া শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ,) শান-এ-রেসালাত প্রথম দিবস অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন, আল্লামা সাইয়্যেদ হাসান আল আজহারী (মা.জি.আ.)। সভাপতির বক্তব্যে পীরজাদা বেলায়েত হোছাইন বলেন, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (দ.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তাঁর জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে, তেমনি তাঁর সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় নজীর স্থাপন করেন। মাহফিলে আরো উপস্থিত ছিলেন দেশবরেণ্য প্রখ্যাত ওলামে কেরাম, বুদ্ধিজীবী, রাষ্ট্রীয় অতিথি, সাংবাদিক পেশাজীবি সহ সমাজের গণমাণ্য ব্যক্তিবর্গ। মাওলানা ক্বারী নূরুল হুদা আল ক্বাদেরী (রহ,)’র মাজার শরীফ জিয়ারত, ও মিলাদ কিয়াম, আখেরী মোনাজাত ও তাবরুকের মাধ্যমে মাহফিল সমপন্ন হয়। বিজ্ঞপ্তি