শীত মৌসুম শেষ হওয়ায় বাড়ছে কিছু কিছু সবজির দাম। বাজারে সব ধরনের সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতাতারা জানান, দিন দিন সবজির দাম বাড়ছে, গত সপ্তাহে যে সবজির কেজি ২০ টাকা ছিল, তা ৫ টাকা বেড়ে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে।
অন্যদিকে মাছ-মাংস ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা জানান, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়াতে বাজারে সরবরাহ কমেছে। ফলে দাম একটু বাড়তি
গতকাল বৃহস্পতিবার নগরীর অক্সিজেন মোড়, ষোলশহর ২নং গেট ও রিয়াজউদ্দিন কাঁচাবাজারে নতুন আলু প্রতিকেজিতে ৫ টাকা বেড়ে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মিষ্টি কুমড়া ৩০ টাকা (অপরিবর্তিত), শিম ৩৫ থেকে ৪০ টাকা, শিমের বিচি ৭০ টাকা, ফুলকপি ১৫ থেকে ২০ টাকা, বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা, গাজর ৩০ থেকে ৩৫ টাকা, টমেটো কেজি ২৫ থেকে ৩০ টাকা, বেগুন ৩৫ থেকে ৪০ টাকা, মূলা কেজি ১৫ টাকা, লাউ ২৫ টাকা (অপরিবর্তিত), কাঁচা পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা, খিরা কেজি ২০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা (অপরিবর্তিত), ধনিয়া পাতা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এছাড়া অন্য মৌসুমের সবজি ঢেড়শ ৯০ টাকা,বরবটি ৮০ টাকা, কচুর ছড়া ৭০ টাকা, তিতা করলা ৮০ টাকা, ধুন্দল ৫০ টাকা এবং শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রিয়াজউদ্দিন বাজারের সবজি ব্যবসায়ী আহমদ মিয়া বলেন, সবজির দাম আস্তে আস্তে বাড়বে। কারণ মৌসুম শেষ হওয়ায় সরবরাহও কমে এসেছে।
এদিকে মাছের বাজারে দেশি রুই প্রতিকেজি ১২০ থেকে ১৫০ টাকা, তেলাপিয়া ১১০ টাকা, কাতাল ১৮০ থেকে ২৩০ টাকা, চিংড়ি আকারভেদে ৩০০ থেকে ৫০০ টাকা, রূপচাঁদা ৩৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, লইট্যা ৯০ থেকে ১০০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, কৈ ৫০০ টাকা, শিং ৫৫০ টাকা, ইলিশ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ৭০০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা, ব্রয়লার মুরগি ১২০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা, সোনালী মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। অন্যদিকে বাজারে ফার্মের লাল ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ৯২ থেকে ৯৫ টাকা।
কৃষি বিপণন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা বাজার কর্মকর্তা সেলিম মিয়া দৈনিক পূর্বদেশকে বলেন, এখনো শীতকালীন সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে আছে। তবে মৌসুম শেষ । নতুন মৌসমে নতুন সবজি আসবে। এছাড়া অন্যান্য পণ্যের দামও স্বাভাবিক রয়েছে এবং আমাদের মনিটরিং টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে।