পূর্বদেশ ডেস্ক
চট্টগ্রাম নগরে একটি ভবনের নিচ তলায় বিদ্যুৎস্পর্শে দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোরে দামপাড়ায় এম এম আলী রোডের বশর ভিলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মৃতরা হলেন মোহাম্মদ তৈয়ব (৫০) ও রবিউল (১৪)। তৈয়ব ওই বাড়িতে দারোয়ান হিসেবে কাজ করতেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। আর রবিউল কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার হুমায়ুনের ছেলে।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, শনিবার হওয়া বৃষ্টিতে ওই ভবনের নিচে পানি জমে ইলেকট্রিক লাইনের সমস্যা হয়। জমে থাকা পানিতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট দু’জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।