দাবিকৃত চাঁদা না পেয়ে কর্মচারীকে হাতুড়িপেটা

1

চকরিয়া প্রতিনিধি

চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কাটিপাড়া এলাকায় জেলা প্রশাসন অনুমোদিত একটি সরকারি বালু মহাল থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ইজারাদারের লোকজন চাঁদাবাজ চক্রের দাবি না মিটিয়ে বালু উত্তোলন করায় বালু মহালে হামলা চালিয়ে কামাল উদ্দিন (৫৬) নামের এক কমর্চারীকে হাতুড়িপেটায় গুরুতর জখম করেছে কতিপয় দুর্বৃত্ত। আহত কামাল উদ্দিন কোনাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরংঘোনা মধ্যমপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই সাব ইজারাদার পক্ষের লোকজন গুরুতর আহত কর্মচারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বালু মহালের সাব ইজারাদার পক্ষের অংশিদার মাস্টার মোহাম্মদ ইব্রাহিম বলেন, কোনাখালী বালু মহালটি চলতি ১৪৩২ বাংলা সনের জন্য সর্বোচ্চ ডাকদাতা হিসেবে ইজারা পেয়েছেন পেকুয়া উপজেলার মোহাম্মদ ওসমান গনি। আমরা তার কাছ থেকে সাব ইজারা নিয়ে মহাল থেকে বালু উত্তোলন করছি। এরই মধ্যে স্থানীয় কতিপয় ব্যক্তি নানাভাবে অপচেষ্টা চালিয়ে সরকারি মহালের বালু উত্তোলন বাঁধা দিয়ে আসছে। তারা আমাদের কাছ থেকে নানা উপায়ে চাঁদা দাবি করছেন। এ অবস্থায় সর্বশেষ সোমবার বিকালে কোনাখালী কাটিপাড়া বালু মহালে কাজ করার সময় আমাদের কর্মচারী কামাল উদ্দিনের উপর হামলা চালায় ওই এলাকার নুরুল আলম, তার ছেলে আবদুস শুক্কুর, সহযোগী হাসান উল্লাহ। এ সময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে কামাল উদ্দিনের শরীর থেঁতলে দেয়। সরকারি বালু মহালে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বালু মহালের সাব ইজারাদার মোহাম্মদ ইব্রাহিম।