স্পোর্টস ডেস্ক
দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ ছিল ১৯৮৪ সালে। দীর্ঘ ৪০ বছরে নেই উলেখযোগ্য সাফল্য। অংশগ্রহণের নিয়মরক্ষার মিশনে এবার হাঙ্গেরি যাচ্ছেন ১০ দাবাড়ু। দেশটির রাজধানী বুদাপেস্টে মঙ্গলবার শুরু হবে দুই সপ্তাহব্যাপী দাবাড়ুদের এই মিলনমেলা। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ অংশ নেবে ওপেন ও নারী বিভাগে।
সোমবার ভোরে বুদাপেস্টের উদ্দ্যেশে রওনা দেবে জাতীয় দল। ১০ দাবাড়ুর মধ্যে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ বর্তমানে জার্মানি আছে। সেখান থেকে তিনি যোগ দেবেন বুদাপেস্টে। দল অলিম্পিয়াডে যাওয়ার আগে রোববার দাবা ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে বক্তব্য রেখেছেন। তাদের প্রত্যাশা এবার প্রায় দুইশত দেশের মধ্যে বাংলাদেশ ওপেন বিভাগে পঞ্চাশের মধ্যে থেকে প্রতিযোগিতা শেষ করতে পারবে।
বাংলাদেশ দাবা দল
কংগ্রেসে ডেলিগেট: সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
ম্যাচ বিচারক: মো. হারুন অর রশিদ।
ওপেন বিভাগের দল
অধিনায়ক: মাসুদুর রহমান মলিক, খেলোয়াড়: গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
মহিলা দল
অধিনায়ক: মাহমুদা হক চৌধুরী মলি, খেলোয়াড়- আন্তর্জাতিক মহিলামাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ।