দাবদাহে ঘন ঘন লোডশেডিং অতিষ্ঠ সাধারণ মানুষ

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে বিগত একসপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং এর কারণে ওষ্ঠাগত সাধারণ মানুষের জীবন। বোরো ধানের মৌসুমে অতিরিক্ত তাপমাত্রার কারণে শ্রমিক সংকটে পড়েছে কৃষকেরা।
গত একসপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ সঠিকভাবে না পাওয়ায় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেড়েছে গরমজনিত রোগ। অতিরিক্ত তাপমাত্রার পাশাপাশি কয়েক ঘন্টা বিরতি দিয়ে বিদ্যুতের আসা-যাওয়ার ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে তপ্ত দুপুর বেলায় বিদ্যুতের ভেল্কিতে সাধারণ মানুষের এই দুর্ভোগ পরিণত হয় চরম মহাদুর্ভোগে। ঘন্টা না পেরুতেই বিদ্যুতের এমন লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ।
জানা গেছে, চন্দনাইশে ৮০ হাজার গ্রাহকের বিপরীতে ২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পল্লী বিদ্যুতের ডিজিএম বলছেন, চন্দনাইশে ৮০ হাজার গ্রাহক ২৪ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। দোহাজারী গ্রিডের ত্রæটিজনিত কারণে বিদ্যুৎ মাঝেমধ্যে চলে যায়। তাছাড়া অতিরিক্ত তাপদাহের কারণে বৈদ্যুতিক পাখা এবং এসির মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে লোডশেডিং বেড়েছে। এতে কিছুটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ জানাচ্ছি। আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি।